আজ হাওড়ায় ৮টি বুথে চলছে পুনর্নির্বাচন।
হাওড়াঃ- আজ সোমবার হাওড়ার মোট ৮টি বুথে চলছে পঞ্চায়েতের পুনর্নির্বাচন। এরমধ্যে শুধু উলুবেড়িয়া মহকুমাতেই ৭টি বুথে এবং হাওড়া সদরের ১টি বুথে এই পুননির্বাচন হচ্ছে। শনিবার পঞ্চায়েত ভোটের দিন এই বুথগুলোতে ব্যালট বাক্স পুকুরে ফেলা সহ বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছিল। যার জেরে ওই বুথগুলোতে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিন বাকি বুথগুলোর পাশাপাশি ভোটগ্রহণ করা হচ্ছে বাগনান ১নং ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর শিবতলা প্রাথমিক বিদ্যালয়ের বুথেও। সকাল থেকেই সেখানে বুথের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে।
শনিবার ভোটের দিন সেখানে ব্যালট বাক্স পুকুরে ফেলার ঘটনায় ভোট বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত, সোমবার হাওড়ায় পুননির্বাচন হচ্ছে যেখানে:-
(১) উলুবেড়িয়া ১ ব্লকের কালিনগর গ্রাম পঞ্চায়েতের আলিপুকুর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ৮১নং বুথ।
(২) ও (৩): উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছা গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ এবং ৯৯ক বুথ।
(৪) শ্যামপুর ১নং ব্লকের বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের আয়মা বালিচাতুরি প্রাথমিক বিদ্যালয়ের ৬১নং বুথ।
(৫) বাগনান ১নং ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭৭নং বুথ।
(৬) ও (৭): আমতা ২নং ব্লকের ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের কামারগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ ও ৮১নং বুথ।
(৮) জগৎবল্লভপুর ব্লকের চকসাদাত প্রাথমিক বিদ্যালয়ের ৯১নং বুথ।