যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল, চাঁদা তুলে মেরামত বাসিন্দারা।
মুর্শিদাবাদঃ- এখানের পড়ুয়ারা স্কুলে যেতে গেলে নয় এক হাঁটু জল, আর তা না হলে ভয়াবহ রাস্তার ধাক্কা সামলাতে হয়। জল জমে থাকায় মশার লার্ভার জন্ম হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় নিজেরাই এই রাস্তা ঠিক করবেন বলে সিদ্ধান্ত নেন।
এলাকার মানুষজনই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগান। এই গ্রামেও ভোট আসে। তখন মেলে নানা প্রতিশ্রুতি। ভোট চলে গেলেই সব যেন কেমন নেই রাজ্যে পরিণত হয়। আর তাই এই গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। কিন্তু কোনও তৎপরতা নেই প্রশাসনের। এভাবেই দিনের পর দিন কাটছিল। অবশেষে ঘটল ধৈর্য্যচ্যুতি। তখন একপ্রকার বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন গ্রামের মানুষজন।
আর সেই ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সোহোড়া পঞ্চায়েতের, নারায়ণপুর গ্রামের এমন ঘটনারই সাক্ষী অন্যান্য গ্রামবাসীরা। আর কী জানা যাচ্ছে?
এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। যদিও সাহোড়া পঞ্চায়েতের প্রধান গোষ্ঠ গোপাল ঘোষ বলেন, রাস্তাটি ঢালাই রাস্তায় ছিল রাস্তাটির হাল খুবই খারাপ। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের যে সমস্ত রাস্তাগুলির অবস্থা বেহাল রয়েছে সেই রাস্তাগুলির দ্রুত কাজ শুরু হবে।