একগুচ্ছ দাবীতে পথ অবরোধ; পুলিশের সাথে ধস্তাধস্তি।
পশ্ছিম মেদিনীপুরঃ- দু’ঘণ্টা অবরোধ; বিশাল পুলিশ বাহিনী দিয়ে আটকানোর চেষ্টা হয়। কমিটির সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। বেসামাল দেখে ডেবরা থানার ওসি বাধ্য হয়ে বিডিওকে ডেকে পাঠান। বিডিও প্রিয়ব্রত রাড়ি এসে অবরোধকারীদের সঙ্গে প্রায় এক ঘন্টা থাকেন, কথা বলেন। শেষ পর্যন্ত তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজকেই আপডেট খবর দেবেন। সাত দিনের মধ্যে পজিটিভ ভূমিকা নেবেন বলে জানিয়েছেন।
ফ্লাইওভারের দুদিকের জরাজীর্ণ সারভিস রোড মেরামতের জন্য উদ্যোগ নেবেন এবং বালিচক পাওয়ার স্টেশন থেকে শ্যামচক পর্যন্ত বেহাল রাস্তা দেখে আসার জন্য অবরোধকারীদের চাপের মুখে তিনি রাজি হয়েছেন। আজ বিকেলে কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে তিনি সেই রাস্তা দেখতে যাবেন।
সাত দিনের মধ্যে রেল গেট শিফটিং এর বিষয়ে অগ্রগতি না ঘটলে, এবং সার্ভিস রোড ও রাস্তা নির্মাণের ক্ষেত্রে সদর্থক ভূমিকা গ্রহণ না করলে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে আবার আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়ে দিয়েছে।
আজকের অবরোধ কর্মসূচিতে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, এক্স ডিআইজি, ডাক্তার, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ব্যবসায়ী, এক্স সার্ভিস ম্যান, ব্যাঙ্ক কর্মী সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ। প্রশাসনের প্রতিশ্রুতির ভিত্তিতে দু’ঘণ্টা অবরোধের পর অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়।