নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার স্কুলের গ্রন্থাগারিক।
দক্ষিণ চব্বিশ পরগনাঃ- নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি স্কুলের গ্রন্থাগারিককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে, কাকদ্বীপ এলাকায়। ধৃত স্কুল গ্রন্থাগারিকের নাম শুভদীপ মন্ডল। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগস্ট মাসে স্কুলের গ্রন্থাগারে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শুভদীপ নামে ঐ গ্রন্থাগারিক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর থেকে ওই ছাত্রী আর স্কুলে যেতে চাইতো না। মানসিকভাবে সে ভেঙে পড়েছিল।
শেষ পর্যন্ত ওই ছাত্রীকে পরিবারের লোকজন চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমান তার চিকিৎসা চলছে। তবে কি কারণে ওই ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল পরিবারের কেউ বুঝতে পারছিল না। সম্প্রতি বার্ষিক পরীক্ষা শুরু হলে ওই ছাত্রীকে পরিবারের লোকজন স্কুলে যাওয়ার কথা বলেন। কিন্তু ওই ছাত্রী স্কুলে যেতে রাজি হয়নি। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পরিবারকে সব কথা খুলে বলে।