ট্রাইব্যুনালে বিল্ডিং মামলার নিষ্পত্তি।
হাওড়াঃ- হাওড়া পৌরনিগমের বিল্ডিং সংক্রান্ত যে কোনও মামলার নিষ্পত্তি এবার ট্রাইব্যুনালের মাধ্যমে করা হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানান পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। তাঁর দাবি, সেক্ষেত্রে মামলার নিষ্পত্তি অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ট্রাইব্যুনালে স্পেশাল অফিসার থাকবেন। সাধারণত বেআইনি বিল্ডিং নিয়ে পদক্ষেপ নিতে গেলে সেই মামলাগুলো মূলত হাইকোর্টে যেত। এখন ট্রাইব্যুনালে বিল্ডিং মামলার দ্রুত নিষ্পত্তি হবে। কলকাতার হক মার্কেটের পিছনে বিল্ডিংয়ে এই ট্রাইব্যুনাল হবে। এতে মানুষের সুবিধা হবে ও অর্থ সাশ্রয় হবে। সেখানে হাওড়ার জন্য একটি স্লট থাকবে বলেও তিনি জানান। পরবর্তীকালে এই ট্রাইব্যুনাল হাওড়াতে করা যেতে পারে বলে সুজয় বাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন।