ঈদমিলান অনুষ্ঠানে মিলিত হলেন শত্রুঘ্ন সিনহা।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পবিত্র ঈদমিলোন অনুষ্ঠানে শহরে উপস্থিত হলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। রবিবার রাতে তিনি আসানসোল শহরে বার্নপুরে ঈদমিলন অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এদিন তিনি এক সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তাই কোনো রাজনৈতিক আলোচনায় থাকবেন না। উৎসব মানেই মানুষের মিলন। সম্প্রীতির মিলন। বিশেষত আসানসোলের পরিচয় সিটি অফ ব্রাদারহুড হিসাবে। যেখানে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সব সম্প্রদায়ের মানুষ এগিয়ে আসে। সম্মিলিত ভাবে উদযাপন করে। এই ঐতিহ্য বজায় রাখার সাথেই আমাদের এই শহর শিল্পাঞ্চল, পশ্চিমবাংলা ও ভারত দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে তিনি আরো বলেন, বিশেষ কিছু মানুষ ও রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধিতে উত্তেজনা ছড়িয়ে সম্প্রদায়গত মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। আমাদের সেই প্রচেষ্টাকে সবসমতেই ব্যর্থ ও বিফল করে এগিয়ে যেতে হবে।