আগ্নেয়াস্ত্র সমেত মুখ্যমন্ত্রীর বাড়ির গলিতে ঢোকার চেষ্টা বলে অভিযোগ; গ্রেফতার সেখ নূর আমিন।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ-২১ এর সকালে বড় সড় ঘটনা ঘটে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সামনে। সেখ নূর আমিন নামের এক ব্যাক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের গলিতে গাড়ি নিয়ে ঢুকতে চায় বলে অভিযোগ। তার গাড়িতে লেখা ছিল “পুলিশ”। যদিও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিতে ব্যর্থ হয় সেখ নূর। অভিযোগ তার কাছে ছিল আগ্নেয়াস্ত্র; গ্রেপ্তার করা হয় তাকে।
তাকে গ্রেফতার করার পর তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়। তার স্ত্রী পুনম বিবি জানিয়েছেন, – তার স্বামী গত তিন বছর ধরে মানসিকভাবে অসুস্থ। কলকাতার এক চিকিৎসকের কাছে চিকিৎসা চলছিল তার। সপ্তাহের অধিকাংশ দিন কলকাতাতেই থাকতেন তিনি। পুনম জানিয়েছেন, সেখ নূর আমিন ছিলেন ইন্টিরিয়ার কন্ট্রাক্টর। সেই সূত্রে সে বি এস এফ কে কিছু মালপত্র সরবরাহ করেছিলেন। তাই হয়তো কোনভাবে পরিচয় পত্র জোগাড় করেছিলেন নূর আমিন।
পুলিশ সূত্রে খবর ঐ শেখ নূর আমিন যে গাড়িটি ব্যবহার করেছিলেন তার রেজিস্ট্রেশন নাম্বার মেদিনীপুরের। নাম্বার – WB06U0277, গাড়িটিতে “পুলিশ” লেখার পাশাপাশি লেখা ছিল – “মানবাধিকার সুরক্ষা সংঘ”।
খবরে প্রকাশ, সেখ নূর আমিন গত কয়েক বছর আগেই ডেবরার বাড়ী ছেড়েছে। তার আদি বাড়ী ছিল ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের চন্ডীপুর গ্রামে। চার ভাই একসঙ্গেই থাকতো। সেখ নূর আমিন সেজ ভাই। বিয়ে করার পর থেকে আর গ্রামের বাড়ীতে থাকে না। মেদিনীপুর শহরে শশুর বাড়ীতেই থাকতো। এমনকি তিন বছর আগে ভোটার কার্ডও স্নানান্তর করে নিয়েছে। সংবাদ মাধ্যমে এই খবর দেখে অসুস্থ হয়ে পড়েছেন তার মা। যদিও এই মুহুর্তে পরিবারের কেউই এ ব্যাপারে ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না। তবে তারা জানান ও আর এই বাড়ীতে থাকে না। একটি অ্যাসবেসটাস লাগানো বাড়ী এবং নতুন পাকা বাড়ী তৈরী হয়েছে। তবে গ্রামবাসীরা জানান ও ভালো ছেলে ছিল। এলাকাতেই পড়াশুনো করেছে। গত কয়েকবছর আর বাড়ীতে আসেই না বললে চলে। কোন অনুষ্ঠান হলে বাড়ীতে টুকিটাকি যাতায়াত ছিল। তবে সাময়িক শারিরীক সমস্যা রয়েছে বলেও জানিয়েছে গ্রামবাসীরা।
তবে আজকের এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মতো একজন হাই প্রোফাইল ব্যক্তির নিরাপত্তায় কেন গলদ থাকবে সে বিষয়ে উঠেছে প্রশ্ন।