অবশেষে মুক্তি মাওবাদী নাশকতায় যুক্ত সন্দেহে বন্দী শোভা মান্ডি।

ঝাড়গ্রামঃ- অবশেষে মুক্তি পেলেন মাও নাশকতায় অভিযুক্ত শোভা মুন্ডা। ঝাড়খন্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার ঘটনার সাথে যুক্ত সন্দেহে ধৃত চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা।  বৃহস্পতিবার তাকে ওই মামলায় বেকসুর খালাস করে আদালত । দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মেদিনীপুর সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি  বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। উল্লেখ্য, যদিও তার নামে এখনো বেশ কয়েকয়ি মামলা রয়েছে বলে জানা গেছে।  ঝাড়গ্রামের বেলপাহাড়ির মাজুগোড়া গ্রামের বাসিন্দা চন্দনা সিং ওরফে শোভা মুন্ডা মাত্র ১২ বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন বলে তিনি জানিয়েছেন । তারপর থেকেই তার আর কোন খোঁজখবর পাচ্ছিল না তার পরিবার। এরপর ২০০৯ সালে ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত সন্দেহে চাকুলিয়া থেকে তাকে গ্রেফতার করে। এর ২০১০ সালে তার যাবজ্জীবনের সাজা ঘোষণা করেন আদালত। এছাড়াও ঝাড়্গ্রামে বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত রয়েছেন শোভা মুন্ডা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে অনেকখানি খুশি তিনি। তবে ভবিষ্যতে তিনি কিভাবে জীবন অতিবাহিত করবেন তা নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিনি।

অন্যদিকে মানবাধিকার সংগঠনের সদস্যা জয়শ্রী সরকার সহ আরো বেশকিছু মানবাধিকার সংগঠনের সদস্য এদিন উপস্থিত ছিলেন শোভা মুন্ডার মুক্তিক্ষণে। জয়শ্রী সরকার জানান, ১৫ বছর ধরে সংশোধনাগারে থাকাকালীন ঘাটশিলার মাওবাদী নাশকতার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে মামলা চলছিল, তার বিচার ২০২২ সাল থেকে পেন্ডিং অবস্থায় পড়েছিল। অবশেষে ঝাড়খন্ড হাইকোর্টের নির্দেশে সেই মামলা থেকে মুক্তি পান শোভা মুন্ডা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *