এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়াল বাঁকুড়ার এই প্রাক্তন মন্ত্রীর নাম।
বাঁকুড়াঃ- এবার বাঁকুড়ার এক প্রাক্তন মন্ত্রীর নাম জড়িয়ে পড়লো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। অভিযোগ তার সুপারিশের ভিত্তিতে ২২ জনের চাকরি হয়েছে। সি বি আই সুত্র মারফৎ এমন খবরই পাওয়া গেছে। আর এই খবর সামনে আসতেই বাঁকুড়া সহ রাজ্য রাজনীতিতে ব্যপক শোরগোল শুরু হয়েছে।
বাঁকুড়ার প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার নাম জড়িয়ে পড়লো প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে। সিবি আই সুত্রের দাবী তার সুপারিশে প্রাথমিকে চাকরি পেয়েছেন ২২ জন অযোগ্য প্রার্থী। তবে তার বিরুদ্ধে আসা অভিযোগ উড়িয়ে শ্যামল সাঁতরার দাবী রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে ফাঁসানো হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবী কার নির্দেশে কত টাকার বিনিময়ে শ্যামন সাঁতরা এই ২২ জনের চাকরি করে দিয়েছেন তা তিনি জানান।
সি বি আই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি মোট ৩২৪ জন শিক্ষকের তালিকা হাতে পায়, যাদের চাকরি হয়েছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে। আর সেই তালিকা খুঁটিয়ে দেখতে গয়ে বেরিয়ে আসে শ্যামল সাঁতরার নাম। অভিযোগ মোট ২২ জন প্রাথমিক শিক্ষকের নাম শুপারিশ করেছিলেন শ্যামন সাঁতরা।