শাসকের চাপে বাতিল শিল্পীর গানের অনুষ্ঠান? কি বলছেন পল্লব কীর্তনীয়া?
ডিজিট্যাল ডেস্কঃ– শিল্পী লগ্নজিতা কে নিয়ে বিতর্ক শেষ হওয়ার পুর্বেই বাংলার সঙ্গীত জগতে আবারো নতুন বিতর্ক। ভগবান পুরে “জাগো মা” শীর্ষক একটি গান গাইবার পরই লগ্নজিতাকে হেনস্থার স্বীকার হতে হয়; লগ্নজিতা এমনটাই অভিযোগ করেন। এরপর এ নিয়ে পুলিশ কেস ও তদন্ত শুরু হয়। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত।
কিন্তু, আবারো বাংলার সঙ্গীত শিল্পীর অবমাননার খবর এলো প্রকাশ্যে। জনপ্রিয় শিল্পী পল্লব কীর্তনীয়া তার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে, ২৫সে ডিসেম্বর বর্ধমানের ভাতার এ বইমেলায় তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার কথায় “শাসকের প্রবল চাপে” শেষ মুহুর্তে তার অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। পল্লব অভিযোগ করেছেন – লগ্নজিতার পাশে দাঁড়ানোর অপরাধেই তার অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।
শিল্পী পল্লব কীর্তনীয়া তার ফেসবুক পোষ্টে যা লিখেছেন –

“লগ্নজিতা, এই অধম আর শিল্পীর কণ্ঠরোধ।।
‘জাগো মা’শীর্ষক একটি গান গাইবার পর ভগবানপুরে কোনো মঞ্চে লগ্নজিতাকে সেকুলার গান গাইতে বলে অপমান করে গ্রেফতার হয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে মিডিয়ায় স্বাভাবিকভাবেই শিল্পীর স্বাধীনতা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। এটা যে ঘোরতর অন্যায় তাতে কোনো সন্দেহ নেই। এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়াই উচিত। আমার কাছে দুটো টিভি চ্যানেল থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল আমি আমার প্রতিবাদ জানিয়েছি, এখানেও তীব্র নিন্দা করছি এবং একজন কণ্ঠশিল্পী হিসেবে লগ্নজিতার পাশে দাঁড়াচ্ছি।

কিন্তু এই প্রসঙ্গে এখানে অন্য একটা ঘটনার কথা না উল্লেখ করে পারছি না। বর্ধমানের ভাতারে একটি বইমেলায় আমাকে শিল্পী হিসেবে নির্বাচিত করেছিলেন উদ্যোক্তারা। ২৫ ডিসেম্বর আমার সেখানে গান গাইবার কথা ছিল। কিন্তু শুনলাম শাসকের প্রবল চাপে শেষ মুহূর্তে আমার অনুষ্ঠান তাঁরা বাতিল করতে বাধ্য হয়েছেন।…।“
ইতিমধ্যেই পল্লব কীর্তনীয়ার এই পোষ্ট ঘিরে তুমুল চর্চা এবং বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কেন বারবার বাংলার শিল্পীদের অবমাননার স্বীকার হতে হচ্ছে?

