ডেঙ্গু নিয়ে বিশেষ প্রশাসনিক বৈঠক, ৩০ সেপ্টেম্বর পুজো কমিটিগুলোকেও ডাকা হলো বৈঠকে।
হাওড়াঃ- ডেঙ্গু প্রতিরোধে মঙ্গলবার সকালে হাওড়া পৌরনিগমের মুখ্য কার্যালয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই প্রশাসনিক বৈঠকের নেতৃত্ব দেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ রায়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি. ডিপাপ প্রিয়া, হাওড়ার সিএমওএইচ নিতাই চন্দ্র মন্ডল, হাওড়া পৌরনিগমের মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পৌরনিগমের কমিশনার ধবল জৈন, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সহ জেলা স্বাস্থ্য দপ্তর এবং হাওড়া পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।
সামনেই দুর্গাপুজো। পুজোর আগে কিভাবে এই ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় সেই নিয়ে এদিন বিশদে আলোচনা হয়। এর পাশাপাশি এদিনের বৈঠকে স্থির হয়েছে দুর্গাপুজোর সময় সমস্ত পুজো কমিটির কাছে আবেদন জানানো হবে যাতে তারা ডেঙ্গু সচেতনতায় এগিয়ে আসেন। আগামী ৩০ তারিখ হাওড়ার শরৎ সদনে প্রায় ৪০০ ক্লাব কর্তাদের নিয়ে হাওড়া পৌরনিগম এক বৈঠকের আয়োজন করা হয়েছে।