সাপের কামড় নিয়ে সারেঙ্গায় বিশেষ সচেতনতা শিবির।

সঞ্জয় ঘটক, বাঁকুড়াঃ– সাপের কামড় নিয়ে সচেতনতা শিবির সারেঙ্গা  মহাত্মাজী স্মৃতি  বিদ্যাপীঠে।  স্কুলের ছাত্র-ছাত্রীদের সাপের কামড় নিয়ে সচেতনতার পাঠ দিলেন সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সৌমিত্র গুড়িয়া । উপস্থিত স্কুল পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র, স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার,  স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। উল্লেখ্য জঙ্গলমহলে সাপের কামড়ের  ঘটনা বিভিন্ন সময় লক্ষ্য করা যায়। বিশেষত বর্ষার সময় সাপের কামড়ের ঘটনা একটু বেশি ঘটে।

অনেক সময় সাপের কামড়ের ঘটে মৃত্যুর ঘটনায়। হাসপাতালে সাপের কামড় নিয়ে চিকিৎসা করাতে আসেন এলাকার মানুষ। মাসখানেক আগেই সাপের কামড়ে মৃত্যু হয় সারেঙ্গা ব্লকের ব্রাহ্মণ ডিহার  এক স্কুল ছাত্রের। বর্ষার মরসুমে চলছে ধান রোয়ার কাজ। চাষের কাজ করতে গিয়েও অনেক সময় সাপের কামড়ের শিকার হচ্ছেন চাষীরা। গ্রামের দিকে রাত্রে বেলায় ঘুমানোর সময় সাপের কামড়ের শিকার হন অনেকেই। বিভিন্ন সময় দেখা গেছে শুধুমাত্র অসচেতনতার জন্য অর্থাৎ  সাপের কামড়ের সাথে সাথে আমাদের ঠিক কি করণীয় তা না জানার জন্য  সাপের কামড়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা ঘটে।

অনেকে হাসপাতালে আসেন বেশ কিছু সময় দেরি করে। অনেকে আবার বাড়িতে কিছু টোটকা ব্যবহার করেন যা হয়তো একেবারেই অবৈজ্ঞানিক। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে সাপের কামড় নিয়ে সচেতনতার পাঠ দেওয়ার উদ্যোগ নেয় সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপিঠের স্কুল পরিচালন কমিটি। স্কুলের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সচেতনতার পাঠ দিলেন স্থানীয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সৌমিত্র গুড়িয়া। এদিন তিনি পশ্চিমবঙ্গে মোট কত প্রজাতির সাপ আছে, তাদের মধ্যে কোন কোন সাপ বিষধর, কোন কোন সাপ নির্বিশ, কতজন মানুষের সাপের কামড়ে মৃত্যু হয়, বা সাপে কামড়ালে আমাদের কি ভূমিকা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। কেন ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে সচেতন হওয়ার দরকার তা তা নিয়েও তিনি আলোচনা করেন। তিনি জানান, অনেক সময় অসচেতনতার কারণে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা ঘটে । যদি সঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা যেত তাহলে হয়তো বিপদ আড়ানো যেত। তাই ছাত্র ছাত্রীদের মধ্যে যদি সচেতনতা করা যায় তারা এ বিষয়ে নিজের পরিবার ও অন্যান্য লোককে  সচেতন করতে পারবে।

অন্যদিকে এ প্রসঙ্গে সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপিঠের পরিচালন কমিটির সভাপতি তারা শংকর মহাপাত্র বলেন ” আমাদের এই এলাকায় সাপের কামড়ের ঘটনা মাঝেসাজে শোনা যায়, বিশেষত বর্ষার সময় এর পরিমাণ কিছুটা বাড়ে। তাই ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এবং ছাত্র-ছাত্রীদের মাধ্যমে সেই বার্তা সমাজে ছড়িয়ে দিতে আজ ছাত্র-ছাত্রীদের নিয়ে সাপের কামড় বিষয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সৌমিত্র গুড়িয়া খুব সুন্দর ভাবে বিষয়গুলি ছাত্র-ছাত্রীদের বুঝিয়েছেন। ছাত্র-ছাত্রীরাও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ডাক্তারবাবুর কাছ থেকে পেয়েছে। আমার মনে হয় এতে অনেক কাজে লাগবে। এইজন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *