বর্ষা বিদায় নেওয়ার পর ভাঙাচোরা রাস্তা সারাইয়ের কাজে নামল পুরনিগম।
হাওড়াঃ-অবশেষে বর্ষা বিদায় নেবার পর হাওড়ার পঞ্চাননতলার ভাঙাচোরা রাস্তা সারাইয়ের কাজে নামল হাওড়া পুরনিগম। হাওড়া পুরনিগমের তরফ থেকে গতকাল রাত থেকেই শুরু হয়েছে হাওড়ার পঞ্চাননতলা রোডের বেহাল রাস্তার মেরামতির কাজ। শুক্রবার সকালে পঞ্চাননতলায় গিয়ে ওই কাজ সরোজমিন করেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী।
সুজয় চক্রবর্তী বলেন, পঞ্চাননতলার রাস্তাটি বর্ষায় বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। ভাঙাচোরা রাস্তায় সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। এই কারণে বিভিন্ন অভিযোগ আসছিল আমাদের কাছে। এই কারণে আমরা প্রায় পাকাপাকিভাবে কংক্রিটের একটি রাস্তা পঞ্চাননতলায় তৈরি করছি। আশা করছি রাস্তা কংক্রিটের হওয়ায় মানুষের অনেক উপকারে আসবে এবং দুর্ঘটনা কমবে।