বাঁকুড়ায় শুরু হবে পাথর খাদন, অভিষেক কথা রাখলেন!

নিউজ ডেস্ক:–  কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই চর্চা বাঁকুড়ার রাজনৈতিক মহলে। বাঁকুড়ার শালতোড়ার জনসভা থেকে বাঁকুড়ার পাথর ও বালি খাদান শুরু করা হবে বলে জানিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।


১৭টি কালো পাথরের খনি সংক্রান্ত ই-নিলামের বিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আপলোড করা হয়েছে।


আগামী ১১ ফেব্রুয়ারি ই-নিলাম অনুষ্ঠিত হবে।

এর প্রায় দুই সপ্তাহের মধ্যেই পরবর্তী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে খনন কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাঁকুড়া জনসভা থেকে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই এই গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এল বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *