লকগেট খোলা হলে হাওড়া পুর এলাকায় জমা জল অনেকটাই নামবে আশাবাদী সুজয়।
হাওড়াঃ- হাওড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন করলেন পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী। সোমবার সকালে তিনি প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাইকে সঙ্গে নিয়ে কেলভিন কোর্ট এলাকা পরিদর্শন করেন।
সুজয় বাবু বলেন, অতি ভারী বৃষ্টির কারণে শহরের বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে। তবে এখন ভরা জোয়ারের জন্য লকগেট সব বন্ধ রয়েছে। লকগেটগুলি দুপুরের পরে খোলা হলে জল অনেকটাই নেমে যাবে।
শহরে ৬৫টা জলের পাম্প চলছে। ১১টি ফিক্সড পাম্প হাউস খোলা রয়েছে। সবরকমভাবে জল নামানোর চেষ্টা করা হচ্ছে।
হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টে বেশ কিছু পরিবার জলমগ্ন অবস্থায় রয়েছেন। এদের পানীয় জলের পাউচ পাঠানো হয়েছে।
যেসব এলাকায় পানীয় জলের কল জলের তলায় রয়েছে সেখানে গাড়ি পাঠিয়ে পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে।