আসানসোলে তৃনমূলের রবিবাসরীয় প্রচার।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসানসোল দক্ষিণ বিধানসভার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে প্রচার শুরু করলেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। সঙ্গে ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল। আসানসোল দক্ষিণ বিধানসভার বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রাম, নুপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় দরজায় দরজায় গিয়ে প্রার্থীদের নিয়ে প্রচার সারলেন জেলা সভাপতি। বিগত বিধানসভা ভোটে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনেকটা ভোটে পিছিয়ে ছিল। পরাজয় হয়েছিল তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট প্রার্থী সায়নী ঘোষের। বিগত লোকসভা উপনির্বাচনের ভোটে তা অনেকটাই পুনরুদ্ধার ঘটে। সেই ধারা বজায় রাখতে জেলা নেতৃত্ব পাখির চোখ করেছেন আসানসোল দক্ষিণ বিধানসভা এবং কাঁকসা।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কাঁকসা এবং আসানসোল দক্ষিণ বিধানসভায় বিরোধীদের যথেষ্ট প্রভাব রয়েছে। এ বিষয়ে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, বিগত দিনে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে যেভাবে কাজ করেছেন, তার জন্য বিশেষ কোনো প্রচারের দরকার পড়ে না। বিরোধীরা সুষ্ঠু পরিবেশে নমিনেশন জমা করেছেন এবং সুষ্ঠু পরিবেশে পঞ্চায়েত ভোট হবেই পশ্চিম বর্ধমানে।