লক্ষ্য ৪০০০০ কিমি; আলোয়ার থেকে সাইকেলে ভারত ভ্রমণে বেরিয়েছে দুই যুবক।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পরিবেশ রক্ষার দাবি নিয়ে সুদুর রাজস্থানের আলোয়ার থেকে সাইকেলে ভারত ভ্রমণে বেরিয়েছে দুই যুবক। তাদের একটাই দাবি, গাছ লাগাও পরিবেশ বাঁচাও। যদিও এদিন দুই যুবককে একসাথে তাদের সাইকেলে বাংলা থেকে ঝাড়খণ্ড যাওয়ার পথে ডুবুরডিহি চেকপোষ্ট লাগোয়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। তবে তারা আলাদা ভাবেই যাত্রা শুরু করে রাজস্থানের আলোয়ার জেলার ভিন্ন দুই গ্রাম থেকে। বিনোদ কুমার মেগওয়াল নামের যুবক, পেশায় টাইলস মার্বেল কারখানার কর্মী, সাইকেলে পরিভ্রমণ করছেন বিগত দুইমাস ধরে। ইতিমধ্যে তার রাজস্থান, মধ্যেপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গ পরিভ্রমণ হয়েছে। তারা এখন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা করেছেন। অন্যাদিকে দিলীপ কুমার মেগওয়াল নামের ভিন্ন যুবক জানিয়েছেন তিনি এমএসসি পাস। বেসরকারি সংস্থায় কাজ করলেও বর্তমানে ছেড়ে দিয়েছেন। লক্ষ্য ৪০০০০ কিমি পাড়ি দেওয়ার।
তার ইতিমধ্যে ১৩ হাজর কিমি পাড়ি দেওয়া হয়েছে বিগত ছয়মাস চারদিনে। তবে শুধুমাত্র পরিবেশ রক্ষার বার্তা দেওয়াই নয়, তারা তাদের যাত্রাকালে এর মধ্যেই ৭৬৫২ টি গাছ লাগিয়েছেন। তারা চাইছেন দেশের ১৪০ কোটি মানুষ জনপ্রতি বছরে যেন একটি করে বৃক্ষ রোপন করেন। একই সাথে ব্যক্তিগত যান ব্যবহারের ক্ষেত্রে সাইকেলের ব্যবহার বজায় রাখতে। কারণ এতে অর্থের অপচয় বন্ধ হয়, জ্বালানি তেলের ব্যবহার হ্রাস পায়, পরিবেশ দূষণ রোধ হয় ও ব্যক্তির সুস্বাস্থ্য বজায় থাকে। তবে যাত্রাকালে তাদের বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। যার মধ্যে ব্যক্তিগতভাবে তার দুই দুবার জিনিষপত্র চুরি হয়েছে,(দামি ক্যমেরা, মোবাইল সহ) প্রায় দেড়লাখ টাকা। তার পরেও ভ্রমণপথে ২০℅ মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে দীর্ঘ আঠারো মাসের ভ্রমণের লক্ষ্যে তাদের সবথেকে বেশি সমস্যার সম্মুখিন হতে হচ্ছে ভাষার ক্ষেত্রে। যা একই সাথে উপভোগ্য।