শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা।
হাওড়াঃ- শিক্ষক দিবসে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা। শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা NSQF শিক্ষকদের অভিনব প্রতিবাদ হাওড়া বাসস্ট্যান্ডে। ছাগল নিয়ে বাটি হাতে ভিক্ষাবৃত্তি করলেন শিক্ষকরা। বাটি হাতে বাসে বাসে ভিক্ষা করে শিক্ষক দিবসে প্রতিবাদ জানালেন তাঁরা।
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি, বেতন কাঠামো ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদের বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (NSQF) শিক্ষকরা আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন দুপুরে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া সরকারি বাসস্ট্যান্ডে বাটি হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে অভিনব প্রতিবাদ জানালেন।
এই অভিনব কর্মসূচীতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মন্ডল। এছাড়াও শিক্ষক, শিক্ষিকারা উপস্থিত ছিলেন।