হাইকোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন শিক্ষকরা; খুশির হাওয়া শিক্ষক মহলে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- কোলকাতা হাইকোর্টের নির্দেশে বকেয়া বেতন পাবেন এই কথা শুনে রীতিমতো খুশি ইসিএলের স্কুলের শিক্ষকরা। শিক্ষকেরা বলেন তাদের বেতন সময়ে দেওয়া হয় না। অনেক কম বেতনে তারা শিক্ষকতা করেন। অনেকের রিটায়ারমেন্টের সময় হয়েছে। ২০১১ সাল থেকে এক পয়সা বেতন বাড়েনি। যা বেতন দেওয়ার কথা সেই বেতনও ৪-৫ মাস বকেয়া আছে, কারো কারো আরো বেশি দিন বকেয়া আছে। এই সমস্ত বিষয় নিয়েই ইসিএলের শিক্ষকেরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষকদের বেতন না পাওয়া নিয়ে মামলায় ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডকে তীব্র ভর্ৎসনা করেন। সপ্তাহখানেকের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ বিচারপতির। এই টাকা দিয়ে সব শিক্ষকদের ৫০০০ হাজার টাকা করে ৩ মাসের জন্য মোট ১৫ হাজার টাকা দেওয়া হবে।