SFI এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা। হাতাহাতিতে জড়ালো SFI-TMCP।
পশ্চিম মেদিনীপুরঃ– একাধিক দাবিতে SFI এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা।কলেজের গেটের বাইরে মাইকিং স্লোগান SFI এর পাল্টা কলেজের ভিতরে ঝান্ডা পতাকা হাতে SFI এর স্লোগানের বিরুদ্ধে তেড়ে আসতে দেখা গেল TMCP সমর্থকদের।SFI এর ঘাটাল কলেজ অভিযানকে ঘিরে কলেজের গেটের বাইরে ভিতরে SFI-TMCP র কর্মী সমর্থকদের স্লোগান পাল্লা স্লোগানে উত্তপ্ত ঘাটাল কলেজ।প্রসঙ্গত,কয়েকদিন আগেই ঘাটাল কলেজে প্রিন্সিপালের ঘরে তালা লাগিয়ে ছাত্রবিক্ষোভ হয়।সেই ঘটনার পরদিন ছাত্রবিক্ষোভ মেটাতে ঘাটাল শহরের একটি গেস্টহাউসে তৃণমুলের জেলা সভাপতির বৈঠক আর সেই বৈঠকে কলেজের প্রিন্সিপালের উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়।আজ অতিরিক্ত ফিজ বৃদ্ধি,নিয়মিত ক্লাস না হওয়া সহ ভর্তিতে একাধিক অনিয়ম তুলে SFI এর ঘাটাল কলেজ অভিযান ঘিরে উত্তেজনা।

কলেজের গেট ছেড়ে এবার কলেজের ভিতর প্রবেশ করে দোতলায় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের গেটে মুখোমুখি SFI-TMCP। SFI সমর্থক বেশকিছু ছাত্রী কলেজে প্রবেশ করলে তাদের পিছু নেয় TMCP র সমর্থকরা।দোতলায় অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের গেট গিয়ে হাজির হয় দুই পক্ষই।ওই ব্লকে তালা দেয় কলেজ কর্তৃপক্ষ,অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের গেটের সামনেই স্লোগান পাল্টা স্লোগানে জড়িয়ে পড়ে উভয়ই।

SFI এর দাবি কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে যায় তাদের সমর্থকরা।সেসময় তাদের এক ছাত্র সমর্থককে মারধর করে কলেজের ভিতরে থাকা TMCP সমর্থকরা।আর সেই অভিযোগ তুলে কলেজের গেটে চলা অবস্থান বিক্ষোভ থেকে প্রতিবাদে কলেজের গেটের সামনে ঘাটাল-পাঁশকুড়া রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল SFI এর নেতা কর্মীরা।রাজ্যসড়ক অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়,ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ।অবরোধকারীদের সাথে কথা বলে পুলিশ,অবরোধ তুলে মারধরের ঘটনা ঘটলে থানায় অভিযোগ দায়ের কথা বলা হয় পুলিশের তরফে।পুলিশের সাথে অবরোধকারীদের আলোচনায় উঠে অবরোধ।SFI এর তরফে ঘোষণা করা হয়,অবরোধ উঠলেও তারা ঘাটাল থানার উদ্দেশ্যে মিছিল করে রওনা দিয়েছে SFI এর কর্মী সমর্থকরা।

