ছেলে মোবাইল গেমে ব্যস্ত! পড়ার কথা বলতেই নিখোঁজ!
ডিজিট্যাল ডেস্ক, মালদাঃ- মোবাইলে আসক্তি! গেম খেলতে ব্যস্ত পড়ুয়া। অভিভাবকেরা পড়ার কথা বলতেই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ মানিকচকের সপ্তম শ্রেণীর ছাত্র। ৩৬ ঘন্টা পেরিয়ে গেলেও ঐ ছাত্রের খোঁজ মেলেনি। এই মর্মে মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্রের নাম নাদিম ইসলাম নাদাব। বাবার নাম নুরুল ইসলাম। মা সুকতারা বিবি। বাড়ি মালদার মানিকচকের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকালে মোবাইলে গেম খেলছিল নাদিম ইসলাম। মা বাবা পড়াশোনার কথা বলতে গেলে রেগে ওঠে সপ্তম শ্রেণীর ছাত্র।
একটু বকাবকি করতেই বাড়ি থেকে বেরিয়ে গেল। বুধবার সকাল আটটার পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্র। আত্মীয়-স্বজনে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। পুলিশের কাছে পরিবারের অনুরোধ দ্রুত তাদের ছেলেকে খোঁজার ব্যবস্থা করুক। শোকস্তব্ধ পুরো পরিবার। ছেলে নিখোঁজ থাকায় আতঙ্কে রয়েছে মা-বাবা।