শেষ সংলাপের আগেই যাত্রা মঞ্চে জীবনের যবনিকা পতন অভিনেতার।
নিউজ ডেস্কঃ- শেষ সংলাপের আগেই যাত্রা মঞ্চে আচমকা মৃত্যু হলো অভিনেতার। মাঠ ভর্তি কয়েক হাজার দর্শকের সামনেই যাত্রা মঞ্চে আচমকা ওই ঘটনা ঘটে যায়। হতবাক হয়ে যান দর্শকরা। রবিবার সন্ধ্যায় বালির ঠাকুরানীচকের এই ঘটনায় হতভম্ব হয়ে যান কয়েক হাজার দর্শক। জানা গেছে, হোলির পরের দিন ঠাকুরানীচক হরিসভাতলায় বসেছিল ওই যাত্রাপালার আসর। হরিসভা যাত্রা সমাজের উদ্যোগে ‘মৃত্যুবাসরে ফুলশয্যা’ শীর্ষক যাত্রায় অভিনয় করছিলেন মিলন গায়েন (৫৮)।
তিনিই যাত্রাপালার পরিচালকও ছিলেন। যাত্রাপালায় তাঁর নাম ছিল জীবন গাঙ্গুলি। যাত্রা মঞ্চে জীবন ওরফে মিলন গায়েন সংলাপে বলে ওঠেন ‘দোষী হয়েও আমি বেঁচে গেলাম।’ যদিও শেষমেষ জীবনযুদ্ধে বাঁচেননি তিনি। অচেতন হয়ে মঞ্চে পড়ে যান তিনি। সবাই ছুটে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মিলনকে মৃত বলে ঘোষণা করেন। এইভাবে যাত্রা মঞ্চে এলাকার জনপ্রিয় যাত্রা শিল্পী হিসেবে পরিচিত মিলনের আকস্মিক মৃত্যুতে শোকের পরিবেশ গোটা এলাকায়।