অবশেষে স্বস্তি। পোড়ানো হলো মর্গে জমে থাকা লাশ।
হাওড়াঃ- অবশেষে খানিক স্বস্তি পেলেন হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা। এই ওয়ার্ডেই রয়েছে হাওড়া মর্গ। অভিযোগ, মর্গের পচা দুর্গন্ধের জেরে ওই এলাকার বাসিন্দাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। অভিযোগ, মর্গে ৩০-৪০টি মৃতদেহ রাখার ক্ষমতা থাকলেও সেখানে রাখা থাকে অনেক বেশি মৃতদেহ।
যে কারণে লাশের গন্ধে এলাকার মানুষের সমস্যা বেড়েই চলছিল। এই নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রচার হতেই উদ্যোগ শুরু হয় প্রশাসনের তরফ থেকে। শনিবার হাওড়ার শিবপুরের একটি ঘাটে বেশ কিছু সংখ্যক মৃতদেহ পোড়ানো হয় বলে জানা গেছে। পাশাপাশি, মর্গের জমে থাকা আবর্জনা পরিষ্কারও করা হয়।