শ্বশুরবাড়িতে ঘুরতে এসে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
হাওড়াঃ- শ্বশুরবাড়িতে ঘুরতে এসে অশান্তির জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। হাওড়ার লিলুয়ায় চাঞ্চল্য। সরস্বতী পূজোর দিন হাওড়া লিলুয়ার আনন্দনগর ঝাউতলায় ওই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, রবিবার ব্যান্ডেল চার্চ থেকে ঘুরে এসে বাপের বাড়িতেই ছিল মেয়ে ও জামাই। মৃতার পরিবারের অভিযোগ, রাতে অশান্তির জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে স্বামী বাবান মল্লিক।
অভিযুক্তের বাড়ি কৃষ্ণনগরে। মৃতা পিঙ্কু বিশ্বাস নিঃসন্তান ছিলেন। এলাকার লোকজন লিলুয়া থানায় খবর দিলে পুলিশ এসে পিঙ্কুকে উদ্ধারের পর হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ স্বামীকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়।