শহরের নিকাশী ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে মেয়র।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- শহরের নিকাশি ব্যবস্থা ও পরিচ্ছন্নতার বিষয়টি খতিয়ে দেখতে বুধবার বার্নপুর রোড পরিদর্শন করেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। মূলত বিগত কয়েক বছর ধরেই শিল্পাঞ্চলে অল্প বৃষ্টি হলেই যত্রতত্র জল জমে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। বিশেষত বার্নপুর রোডের ওপর রেলের টানেল তথা পাঁচপুলের কাছে কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু জল জমে যেতে দেখা যাচ্ছে। এর প্রধান কারণ হিসাবে দেখা গেছে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। বিশেষত ওই অঞ্চলের হাইড্রেনটি বর্ষার অল্প বৃষ্টিতেই উপচে পড়ে। এদিন বিষয়টির পর্যবেক্ষণে গিয়ে মেয়র বুঝতে পারেন ওই অঞ্চলে রাস্তার ধারের দোকান হোটেল ও অন্যান্য আবাসনের সমস্ত বর্জ্য ও নোংরা হাইড্রেন দিয়ে বাহিত হয়ে নিকাশি ব্যবস্থার ব্যাঘাত ঘটাচ্ছে।
সেই কারণে ওই অঞ্চলের সমস্ত দোকান ও হোটেল মালিক ও স্থানীয় জনগণকে আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার আবেদন জানান মেয়র। একই সাথে তিনি বলেন, সচেতন করার পর যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পুরনিগমের পক্ষ থেকে প্রথমবার পরিষ্কার করা হলেও দ্বিতীয়বার থেকে হোটেল ও দোকানগুলিকে জরিমানা করা শুরু হবে। বুধবার এলাকা পরিদর্শন করা হয়েছে। এরপর এলাকায় মাইকে প্রচার করা হবে। তারপরেও জনগণ সচেতন না হলে জরিমানা ধার্য করা হবে।