হঠাৎ দেখা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাথে জিতেন্দ্র তেওয়ারির – সৌজন্য সাক্ষাতে মেতে উঠলেন দুজনে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- মেলায় জনসংযোগ করতে এসে হঠাৎ দেখা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সাথে জিতেন্দ্র তেওয়ারির। সাক্ষাতে মেতে উঠলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এবং তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়।
দুজনের মধ্যে বেশ কিছুক্ষন সৌজন্য সাক্ষাত হয়। শারীরিক কুশলতার খবর জিজ্ঞেস করেন জিতেন্দ্র তেওয়ারি। পাশাপাশি দুজনেই দুজনের পরিবার সম্পর্কে খোঁজ খবর নেন। জিতেন্দ্র তেওয়ারি জানান যে, আমাদের তো নিয়মিত কথা হয়। আজ নতুন কবে দেখা হল। তাই কথা সেরে ফেললাম।
অন্যদিকে উজ্জ্বল চট্টোপাধ্যায় জানিয়েছেন মিঠানি গ্রামে শ্রী শ্রী রামকৃষ্ণর জন্ম জয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বেশ কয়েকদিন ধরে এখানে অনেকেই আসছে উনিও মিঠানী গ্রামে এসেছিলেন। সেখানে দুজনের দেখা হয়েছে। অনেক পুরনো আলাপ তাই দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হল।