থানা থেকে পালিয়ে সোজা গঙ্গায় ঝাঁপ ‘চোরে’র। পরে উদ্ধার।
হাওড়াঃ- বালি থানার পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল এক ‘চোর’। থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সে। অবশ্য তার পিছন পিছন তাড়া করে পুলিশও। কিন্তু গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায়। সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গিয়েছে। জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যাচ্ছে দেখতে পায় পুলিশ। এই ঘটনায় কিছুটা কিংকর্তব্যবিমূঢ় পুলিশ এবং সাধারণ মানুষের গঙ্গার ঘাট থেকে চোর চোর চিৎকার শুনে ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের বিষয়টি নজরে পড়ে।
ততক্ষণে একজন ‘চোর’কে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মারে। দীর্ঘ সাঁতারের ক্লান্ত ‘চোর’ ততক্ষণে বাঁচার জন্য আকড়ে ধরে নৌকা, অতঃপর তাকে নৌকায় তুলে বালির নিমতলা ঘাটে নিয়ে আসা হয়। এবং তখন পুলিশ তাকে আবার থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশ কিছু বলতে না চাইলেও কি করে থানা থেকে একজন ধরা পড়া আসামী পালিয়ে যায় সে প্রশ্ন উঠেছে।