এইবার আর জি কর কান্ডে প্রতিবাদের গর্জন স্কুল পড়ুয়াদের মুখ থেকে।।
মালদাঃ- আজ দুপুরে মোথাবাড়ি এলাকার ছাত্রছাত্রীরা মোথাবাড়ি পি ডব্লু ডি মাঠে জমায়েত করে এবং সেখান থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এই প্রতিবাদ মিছিল গোটা মোথাবাড়ি এলাকা পরিক্রমা করে গ্রীন মার্কেট পর্যন্ত হাতে প্লাইকার্ড নিয়ে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে এসে এই প্রতিবাদ মিছিল শেষ হয়।।
এই দিনের প্রতিবাদ মিছিলে গর্জে উঠতে দেখা গেছে মোথাবাড়ি এলাকার স্কুল স্কুল পড়ুয়াদের।। তাদের দাবি প্রতিটা ঘরে ঘরে দুর্গা রয়েছে কিন্তু এই দুর্গাদের কেন ধর্ষণ করা হচ্ছে? কেন কেউ কোন বিচার পাচ্ছে না এইসব দাবি নিয়ে মোথাবাড়ি চৌরঙ্গী মোড়ে সংশ্লিষ্ট ঘটনার প্রতি শোক প্রকাশ করে নীরবতা পালনের মাধ্যমে এ প্রতিবাদ মিছিল শেষ হয়।