গরু চোর সন্দেহে আটক তিন; এর মধ্যে দুজন বাংলাদেশী।
মালদাঃ- গরু চোর সন্দেহে তিন জনকে আটক করল পুরাতন মালদার মুচিয়া কৈলাসেপুরের গ্রামবাসীরা। আটক তিনজনের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে ও একজনের বাড়ি বৈষ্ণবনগরে। তিন যুবকের আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারণ এই কৈলাসপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে গরু চুরি হচ্ছে তাই এই অচেনা তিনজনকে দেখে গ্রামবাসীদের সন্দেহ হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতেই কথাবার্তায় অসংলগ্ন পাওয়া যায়।
যদিও আটক হওয়া তিন যুবক চুরির কথা অস্বীকার করে, তারা জানায় আত্মীয়র বাড়িতে এসেছিল কিন্তু আত্মীয়র বাড়ি ঘুমানোর জায়গা না হওয়ায় তারা মন্দিরে ঘুমিয়ে ছিল এবং তাদের দাবি তারা চুরির উদ্দেশ্যে আসেনি কিন্তু গ্রামবাসীদের দাবি তারা চুরির উদ্দেশ্যেই এই গ্রামে এসেছিল।
অবশেষে ঘটনার খবর দেওয়া হয় মালদা থানার পুলিশকে। পুলিশ এসে আটক হওয়া যুবকদের উদ্ধার করে নিয়ে যায় মালদা থানায় এবং কি কারণে তারা এখানে এসেছিল পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।