বাঘিনী জিনাত এখন পুরুলিয়ায়।

  • ডিজিট্যাল ডেস্ক:- প্রায় প্রতি রাতেই অবস্থান বদল করছে ওড়িষার সিমলিপাল অভয়ারণ্য থেকে পালিয়ে আসা বাঘিনী “জিনাত”। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থেকে সে ইতিমধ্যে অবস্থান বদলে পৌঁছে গেছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের জঙ্গলে। বাঘিনীর গলায় লাগানো আছে জিপিএস ট্রেকার। ফলে বাঘিনীর অবস্থান বুঝে ব্যবস্থা গ্রহণ করছেন বনদপ্তর ও জেলা প্রশাসন। তবুও বাঘের আতঙ্ক পিছু ছাড়ছে না এলাকাবাসীদের। বিশেষ করে জিনাতের প্রতি রাত্রে এতটা পরিমান দূরত্ব অতিক্রমের চরিত্র ভাবিয়ে তুলেছে বনাধিকারিকদের। যদিও এই বাঘ থেকে যাতে কোনরকম ক্ষতি না হয় সে বিষয়ে যথেষ্ট সতর্ক প্রশাসন।

  • শেষ খবর পাওয়া পর্যন্ত এই বাঘিনী জিনাত ঝাড়গ্রাম জেলার জঙ্গল মহল বেলপাহাড়ী বনাঞ্চল ছেড়ে আশ্রয় নিয়েছে পুরুলিয়া জেলার বন্দোয়ান জঙ্গলে। এখন দেখার আজকের রাত্রে এই বাঘিনীর গন্তব্য কোথায়? তাই চিন্তার বলিরেখা কোনমতেই কমছে না বনাধিকারীকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *