লিলুয়ায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
হাওড়াঃ- একটি পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী দেও কিশোর পাঠক। শনিবার রাতে ওই ঘটনা ঘটে। ৫-৬ জনের এক দুষ্কৃতী দল ওই হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাওড়া পৌরনিগমের পূর্বতন ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। রাতে দাদাকে সঙ্গে নিয়ে লিলুয়ার নেতাজি সুভাষ রোডে বাড়িতে ফিরছিলেন তিনি। তখনই অতর্কিতে ওই সশস্ত্র হামলা চালানো হয়। দুষ্কৃতিদের হাতে ধারাল অস্ত্র, লোহার রড ছিল। কেন এই হামলা তা দেও কিশোর বাবু জানাতে পারেননি। দুষ্কৃতিদের মধ্যে ২ জনকে সনাক্ত করতে পেরেছেন দেও কিশোর বাবু।
রাতেই হাওড়ার লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাক্তন কাউন্সিলরের উপর হামলার নিন্দা করেছে তৃণমূল। জানা গেছে, শনিবার রাতে হাওড়ার লিলুয়া ফ্লাইওভারে প্রাক্তন কাউন্সিলরের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর যথেষ্টই আতঙ্কিত প্রাক্তন কাউন্সিলর ও তাঁর পরিবার। মাথায় ও কোমরে রড দিয়ে মারা হয়। কপাল ফেটে যায়। এই ঘটনায় পুলিশকে খবর দিলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।