তীর ধনু হাতে পথ অবরোধে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা।

জলপাইগুড়িঃ- সোশ্যাল মিডিয়ায় আদিবাসীদের কটুক্তি কৃষ্ণ দাসের। সোশ্যাল মিডিয়ায় দাসের পোস্ট জলপাইগুড়ি করলা ভ্যালি চা বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ এবং জুয়ার আসর। এই অভিযোগ তুলে তৃণমূল নেতা কৃষ্ণ দাস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোস্ট ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন চা বাগানে শ্রমিকরা। শিলিগুড়ি আসাম গামী NH31-D রোড, আসাম মোড় এর কাছে  তীর- ধনুক, ধামসা- মাদল নিয়ে স্লোগান সাউথ এর মধ্য দিয়ে কৃষ্ণ দাসকে ধিক্কার এই পোস্টার এবং কৃষ্ণ দাসের ছবি দেওয়া কুশপুতুল হাতে শ্রমিকরা রাস্তায় বসে পড়েন।

অবরোধে বহু দূর-পাল্লার গাড়ি আটকে পড়ে। কিছুটা হল সমস্যায় যাত্রীরা। কোতোয়ালি থানার আইসি, সদর ট্রাফিকের পুলিশ আধিকার এবং বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতা কৃষ্ণ দাস আদিবাসীদের কটুক্তি করছেন,তাই এখানে এসে ক্ষমা চাইতে হবে কৃষ্ণ দাস কে এই দাবি তোলেন আদিবাসী সমাজ। পাশাপাশি কৃষ্ণ দাসের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিক এই দাবিও আদিবাসী সমাজের। সকাল দশটা থেকে অবরোধ চলছে।

তবে এ বিষয়ে কৃষ্ণ দাস কে টেলিফোন করা হলে ফোনে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *