আদিবাসী দিবসে মনিপুরে আদিবাসী মহিলাকে নির্যাতনের প্রতিবাদে এবং আদিবাসীদের স্বীকৃতি আদায়ের দাবিতে শহর জুড়ে আদিবাসীদের মিছিল।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- ৯ ই আগষ্ট আদিবাসী দিবস এই উপলক্ষে আদিবাসী সম্প্রদায়ের জনগণ বুধবার সকালে এক বিশাল মিছিল বার করে। এই মিছিলে আদিবাসী সম্প্রদায়ের জনগণের সাথে পা মেলালেন আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং বরো চেয়ারম্যান উৎপল সিনহা। তিনি জানান প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখতে হলে আদি জিনিসের মান্যতা দিতে হবে সেইরকম সমাজকে সুন্দর করতে হলে আদিপুরুষদের অবদানকে স্বীকার করতে হবে এবং যেটা রাষ্ট্রসংঘ মেনেছেন ও সেটা আদিবাসী সম্প্রদায়ের জনগণকে সচেতন করতে হবে। আদিবাসী দিবসে মিছিলের সাথে আদিবাসী সম্প্রদায়ের জনগণের উপর মহিলাদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে, তাদের ডাইনি অপবাদ দেওয়া ও আদিবাসী সম্প্রদায়ের জনগণের জমি জবরদখল করে নেবার প্রতিবাদে মূখর হতে শোনা যায় আদিবাসী মিছিলে।