বিজেপির দুই প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুরঃ- পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েতের দুই প্রার্থীকে অপহরণের অভিযোগ করছেন দলের জেলা সভাপতি তাপস মিশ্র। আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, আজ দুপুরে অমিতা দলুই হাঁদল ও বীরেন ভূঁইয়া নামে ভারতীয় জনতা পার্টির মকরামপুর গ্রাম পঞ্চায়েতের দুজন প্রার্থী এবং তাদের গাড়ি চালককে অপহরণ করা হয়েছে। তিনি দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা লক্ষ্মী শীটের লোকজন তাদের অপহরণ করেছে। ঘটনার কথা পুলিশ প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি জানান। এইসঙ্গে বলেন পুলিশ জেলা পুলিশ সুপারকে এই বিষয়ে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। দ্রুত তাদের উদ্ধার করা না হলে, তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে তৃনমূলের জেলা কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি বলেন যে আমরা কাউকে অপহরণ করি নাই। ওরা নিজেরাই কোথাও লুকিয়ে আছে, আর অপহরণের নাটক করছে। তা ছাড়াও আরও বলেন জেলায় কোথাও অশান্তি নেই, পিংলাতে কাউকে মারধর করা হয় নাই ওখানে মিষ্টি বিতরণ করা হয়েছে।