অভিষেকের কর্মসূচীর আগেই চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দুই গোষ্ঠীর মধ্যে মারপিট।
গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে চলছে “তৃনমূলে নবজোয়ার” কর্মসূচী। এই কর্মসূচীর উদ্দেশ্য রাজ্যজুড়ে তৃনমূল কর্মীদের মনোবল চাঙ্গা করা। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত চেষ্টার পরেও শাসক দলের গোষ্ঠী কোন্দল যেন কিছুতেই পিছু ছাড়ছে না।
চলতি মাসের শেষ দিকে পশ্চিম মেদিনীপুর জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী হওয়ার কথা আছে। আর সেই কর্মসূচীর প্রস্তুতিতে মোহনপুরে একটি বৈঠক ছিল তৃণমূলের। আর এই বৈঠকেই দলের গোষ্ঠীদ্বন্দ চরম সীমায় পৌঁছায়। স্থানীয় সূত্রে অভিযোগ, মোহনপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর ঝামেলার জেরে সিয়ালশাই ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান বশরুল আলির গোষ্ঠীর লোকেরা মাজেদ মল্লিক নামে অপর গোষ্ঠীর এক কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন।
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। অভিযুক্তরা শাস্তি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বে। আর এই গোষ্ঠী কোন্দলের কথা মেনে নিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তিনি নিজে আলোচনায় বসে বিষয়টি দেখবেন বলেও জানিয়েছেন।