মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা মন্ত্রীদের তীব্র আক্রমণ অগ্নিমিত্রার।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পাল বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এক হাত নেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটোক কে। তিনি বলেন, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক কে বারবার ই. ডি. তলব করা সত্ত্বেও তিনি যাচ্ছেন না। এখন দিল্লি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, কলকাতা নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য।” এ বিষয়ে অগ্নিমিত্রা আরো জানান, – “যদি উনি মনে করেন তার কোনো দুর্নীতি নেই, তিনি তার সাফাই দিতে পারেন; এতো ভয় কিসের?” সাংসদ নুসরাত জাহান প্রসঙ্গে অগ্নিমিত্রার কটাক্ষ – “টিকটক এ ভালোই তিনি নাচ করতে পারেন; উনি আবাসনের নামে টাকা নয়-ছয় করেছেন, তাই নুসরাতকে কাল কে ডেকেছেন। যদি দোষী হয় তিনি শাস্তি পাবেন; গরিব মানুষের টাকা নয় ছয় করেছেন আবাসনের নাম করে।” অগ্নিমিত্রা বলেন – “আপনি যদি দুর্নীতি করেন নি, তো ইডি ডেকেছে আপনি গিয়ে বলুন। মোদী সরকারের জমানায় দুর্নীতি করে থাকলে তার রেহাই নেই সে যেই হোক; সে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বা অভিষেক বন্দোপাধ্যায় কেউ নিস্তার পাবে না।”