তৃণমূলের দেওয়াল লিখনে দেখা গেল কালি দিয়ে নিচে লেখা ‘চোর’। ডোমজুড়ের বাঁকড়ায় চাঞ্চল্য।
হাওড়াঃ- হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া – ২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের দেওয়াল লিখনে এবং পোস্টারে দেখা গেল কালি দিয়ে নিচে লেখা ‘চোর’। এই নিয়ে রবিবার সকাল থেকে বাঁকড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, এটা বিরোধীদের কাজ। তারাই আমাদের সঙ্গে পেরে উঠতে না পেরে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে এই কাজ যেই করে থাকুক পুলিশ তদন্ত করবে। দলের তরফ থেকে বলা হয়েছিল যে কোনও পোস্টারে বা প্রচারে কোনও প্রার্থী নিজের ছবি ব্যবহার করতে পারবেন না। যদিও এখানে শামসুল আলম তরফদার তাঁর প্রচারে নিজের ছবি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। এই নিয়ে কল্যাণ ঘোষ বলেন, উনি একটিই ছবি ব্যবহার করেছেন নিজের পরিচিতির জন্য। এর বেশি কল্যাণ ঘোষ মুখ খুলতে চাননি। উল্লেখ্য, এই শামসুল আলম তরফদার বাঁকড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। পাশাপাশি তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী। শামসুল আলমের বিরুদ্ধে এবার পঞ্চায়েতের মনোনয়ন পর্বের দিন আইএসএফ প্রার্থীকে মনোনয়ন দিতে বাধাদান এবং ধাক্কাধাক্কির অভিযোগ উঠেছিল।