একই দিনে জোড়া বিপত্তি। প্যান্টোগ্রাফ ভাঙল কোল্ডফিল্ডের। চেন্নাইগামী করমন্ডলের এসি বিকল।
হাওড়াঃ- একই দিনে জোড়া বিপত্তি। প্যান্টোগ্রাফ ভাঙল কোল্ডফিল্ডের।চেন্নাইগামী করমন্ডলের এসি বিকল। উড়িষ্যার বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর করমন্ডল এক্সপ্রেস বুধবার বিকেল তিনটে কুড়ি মিনিটে ছাড়ে। যদিও সেই ট্রেনের এসি বিকল হয়ে যাওয়ায় বিপত্তি ঘটে। সাঁতরাগাছি স্টেশনে ট্রেনকে দাঁড় করিয়ে এসি মেরামত করা হয়। এই নিয়ে সেখানে যাত্রীদের বিক্ষোভ হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন বিকেলে হাওড়ার বামনগাছি ব্রিজের নিচে দাঁড়িয়ে যায় কোল্ডফিল্ড এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, ট্রেনটি যাওয়ার পথে হঠাৎ করে একটি বড়ো ঝাঁকুনি হয়। এরপর ফ্ল্যাশ হয় ওই ট্রেনে। তারপরই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।
তারা কিছু বুঝে ওঠার আগে ট্রেনটি থেমে যায়। কি কারণে এমন ঘটনা তা তারা বুঝতে পারছেন না। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তারা বলেন কখন পৌঁছাব তাও জানিনা। এই ঘটনায় তারা আতঙ্কিত। জানা যায়, হাওড়া থেকে ছেড়ে যাবার পর ওই ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। এতেই ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। রেল সূত্রে জানা গেছে, ১২৩৩৯ আপ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস হাওড়া ছাড়ার পরে বিকেল ০৫-৩২ মিনিট থেকে বামনগাছির কাছে আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আটকে পড়ে। ট্রেনের ইঞ্জিনের প্যান্টোগ্রাফ ভেঙেই এই বিপত্তি ঘটে। ওই লাইনের ওভারহেড তারও বিচ্ছিন্ন হয়ে যায়। প্যান্টোগ্রাফ সুরক্ষিত করতে এবং ওই লাইনে ওভারহেড পাওয়ার পুনঃস্থাপনের জন্য টাওয়ার ভ্যান সাইটে নিয়ে যাওয়া হয়। অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচলের চেষ্টা করা হচ্ছে।