পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পরিবারের বিবাদ চরমে, তুমুল উত্তেজনা।
পশ্চিম মেদিনীপুরঃ- পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই পরিবারের বিবাদ চরমে, তুমুল উত্তেজনা। আদালতের নির্দেশে এক পক্ষ জায়গা দখল করতে গেলে তুমুল উত্তেজনা দেখা দেয়। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের রেজনা গ্রামের। রেজনা গ্রামের বাসিন্দা সহদেব মন্ডল ও মহাদেব মন্ডল।
সহদেব ও মহাদেবের বাড়ির উঠোনের জায়গা নিয়ে, দীর্ঘদিন ধরেই চলছিল বিবাদ। সেই বিবাদ, নিয়ে উভয় পক্ষই আদালতের দারস্ত হয়। বর্তমানে আদালতে বিচারাধীন বিষয়টি। সহদেবের অভিযোগ, মহাদেবের ছেলেরা পুলিশ নিয়ে এসে, হঠাৎ করেই বাড়ির উঠোনে দেয়াল তুলতে শুরু করে। আর আজ সেই সময় গ্রামের মানুষ ও সহদেবের পরিবারের সদস্যরা বাধা দেয়। আর এতেই পুলিশের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে সহদেবের পরিবারের সদস্য থেকে গ্রামের মানুষজন।
সকলে বলে কোন মতেই এই জায়গা দখল করা যাবে না, পুলিশ প্রশাসনের সাথে শুরু হয়ে যায় টানা হিঁচড়ে। সহদেব বলেন আদালতে বিচারাধীন বিষয়টি তাই এই ভাবে ওই জায়গা দখল করা যায় না। পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে।
যদিও মহাদেবের ছেলের দাবি এই জায়গায় তাদের অংশ রয়েছে, তাই তারা আদালতের নির্দেশে সেই জায়গা দখল করতে গিয়েছে। দীর্ঘক্ষণ এই নিয়ে চলে উভয়পক্ষে তুমুল উত্তেজনা।