বিদ্যাসাগরের জন্মদিন বিতর্ক, কবে জন্মদিন ঈশ্বরচন্দ্রের?
পশ্ছিম মেদিনিপুরঃ- “শকাব্দ ১৭৪২, ১২ই আশ্বিন, মঙ্গলবার, দিবা দ্বিপ্রহরের সময়, বীরসিংহগ্ৰামে আমার জন্ম হয়”; লিখেছেন স্বয়ং বিদ্যাসাগরমশাই তাঁর আত্মজীবনচরিত গ্ৰন্থের প্রথম বাক্যে।
ইদানিং কোন কোন মহল থেকে ইংরেজি ক্যালেন্ডার মেনে ২৬শে সেপ্টেম্বর ওনার জন্মদিবস পালনের ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। স্বয়ং বিদ্যাসাগরমশাই যেখানে ১২ই আশ্বিন তারিখটিকে আপন জন্মদিবস বলে মেনেছেন বলে শোনা যায়। স্মৃতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে থাকা দিলীপ ব্যানার্জি জানান ২৬ শে সেপ্টেম্বর এই কমিটির তরফ থেকে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় না। বাংলা তারিখ ১২ই আশ্বিন পালন করা হয় বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন।
তবে ২৬ শে সেপ্টেম্বর দূরদূরান্ত থেকে অনেকেই আসেন তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে। যদিও, কমিটির তরফ থেকে বাংলা তারিখকে ধরে বিদ্যাসাগর মহাশয় এর জন্মদিন পালন করা হয়।