দুই বিজেপি নেতার মৃত্যুর পর মৃতদেহ নিয়ে অবরোধ গ্রামবাসীদের।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু দুই বিজেপি নেতার মৃতদেহ ময়না তদন্তের পর নিয়ে আসা হল বিজেপির নুনি কার্যালয়ে। সেখানে তাদের ফুলের মালা পরিয়ে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান বিজেপির কার্যকর্তারা। তারপর মৃতদেহ নিয়ে আসা হয় আমডিহা পেট্রোল পাম্পের সামনে ঘটনাস্থলে। সেখানে পথ অবরোধ করে গ্রামবাসীরা ও পরিবারের সদস্যরা। তারা দাবি জানায় মৃত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার।
তারা জানান এই পাম্পের থেকে এক গাড়ি তেল নিয়ে বেরোনোর সময় সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুজন বাইক আরোহীর বলে দাবি করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাই তারা দোষীদের অবিলম্বে শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় বেশকিছুক্ষন অবরোধ চলে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভ কারীরা।