বিশ্ব মাতৃ স্তন্যপান সপ্তাহ উৎযাপন।
বাঁকুড়া:- সারেঙ্গা ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সারেঙ্গা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বিশ্ব মাতৃ স্তন্যপান সপ্তাহ উপলক্ষে পালিত হল বিশেষ কর্মসূচী। এদিন সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পুষ্টি পুনর্বাসনকেন্দ্রে যে সমস্ত শিশুরা রয়েছে তাদের মায়েদের নিয়ে এবং সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সদ্যজাত শিশুদের মা দের নিয়ে মাতৃ দুগ্ধ নিয়ে এই বিশেষ সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হল মঙ্গলবার।
উপস্থিত ছিলেন সারেঙ্গার ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: সুমন নস্কর, ড: সৌমিত্র গুড়িয়া এবং পুষ্টি পুনর্বাসন কেন্দ্রের কর্মীরা ব্লক স্বাস্থ্য দফতরের অনান্য আধিকারিকেরা। উল্লেখ্য ১ আগষ্ট থেকে ৮ আগষ্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ। সেই উপলক্ষ্যে এদিন এই কর্মসূচী হয়। মূলত, মাতৃ দুগ্ধের বা স্তন্য পানের প্রয়োজনীয়তা, কেন ছয় মাস বয়স পর্যন্ত শুধু মাত্র বুকের দুধ খাওয়ানো প্রয়োজন, স্তন্যপান করালে মা এবং শিশুর কি কি উপকার, কতদিন পর্যন্ত শিশুকে স্তন্য পান করানো উচিৎ সহ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয় বলে জানা গেছে।