জামুড়িয়ায় উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ, গ্রেফতার অভিযুক্ত।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- জামুড়িয়া নন্ডী জোড়া পুকুরের কাছে থেকে রবিবার সকালে উদ্ধার হল বছর ১৮ এক যুবকের ক্ষতবিক্ষত দেহ। মৃত যুবকের নাম আনন্দ কেশরী, বলে খবর। ঐ যুবক বোরিং ডাঙা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে খুনের কিনারা করে জামুড়িয়া থানার পুলিশ। সন্দেহ জনক একজন যুবক কে গ্রেফতার করার পরেই অভিযুক্তকে দিয়ে ঘটনার পুননির্মাণের জন্য ঘটনা স্থলে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানা থেকে ৫০০ মিটার দূরে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে শনিবার রাত ১০ টায় বাড়ি থেকে বের হয়ে ওই যুবক রাত্রি ১২টা পর্যন্ত বাড়িতে না ঢোকায় খোঁজাখোজি শুরু করে বাড়ি লোকজন। রবিবার সকাল ৮ নাগাদ বোরিং ডাঙা থেকে নন্ডী যাওয়ার রাস্তায় জোড়া পুকুরের কাছে একটি মাঠে ওই যুবকের সাইকেল সহ ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় জামুড়িয়া থানায়।
পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এদিন পুলিশ এই ঘটনায় জড়িত এক প্রতিবেশী যুবকে গ্রেফতার করে। অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে থানায় ভিড় জমাতে থাকে এলাকার সাধারণ মানুষের। তবে কি কারনে খুন, তা এখনো স্পষ্ট ভাবে জানা যায় নি। ঘটনার তদন্তে পুলিশ।