যাত্রা শিল্পীদের বাস জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- যাত্রা শিল্পীদের যাত্রী বোঝাই বাস জাতীয় সড়কে পড়ল দুর্ঘটনার কবলে। এক মোষ কে ধাক্কা মেরে এই দুর্ঘটনা ঘটে বলে খবর। এই ঘটনায় যদিও কেউ হতাহত না হলেও ঘটনাস্থলে একটি বুলেরো গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে আটকে পড়ে যাত্রা শিল্পীদের নিয়ে যাওয়া ঐ বাসটি। ঘটনাটি ঘটে রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প তালুকের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে রানীগঞ্জের ট্রাফিক পুলিশ ও পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি মোষ এদিন সকালে বাঁশড়া অভিমুখ থেকে গ্লাস ফ্যাক্টরি অভিমুখে যাচ্ছিল সেই সময়ই একটি ট্রাক প্রথমে মোষ টিকে ধাক্কা মারে; পরে তার পেছনে থাকা একটি বুলেরো গাড়ি এ বিষয়ে লক্ষ্য করে গাড়ির গতি ধীরে করলে তার পেছনে এসেই ধাক্কা মারে মেদিনীপুরে যাত্রাপালা করে আসা যাত্রা শিল্পীদের নিয়ে চলা যাত্রী বোঝায় বাসটি।
জানা গেছে, এই বাসটি আজকে রাত্রেই বীরভূমের খয়রাশোল থেকে যাত্রা শো করার জন্য যাচ্ছিলো আর তারই মধ্যেই হঠাৎ এই পথদুর্ঘটনা ঘটে। ঘটনায় সামনে যাওয়া একটি বুলেরো গাড়ি যার মধ্যে শ্যামসেলের একজন আধিকারিক যাচ্ছিলেন তার গাড়িটিও এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোন যাত্রীর হতাহত হওয়ার খবর মেলেনি। তবে এই ঘটনা ঘটার পর থেকেই বাস চালক পালাতক।