হাওড়ায় একই দিনে তিন তিনটি পথ দুর্ঘটনায় মৃত ১, আহত বেশ কয়েকজন।
হাওড়াঃ- বুধবার উল্টোরথের দিন বিকেলে হাওড়ায় তিন তিনটি পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা গেছে, এদিন লিলুয়া থানা এলাকার চামরাইল পেট্রোল পাম্পের কাছে একটি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হন। একটি দূরপাল্লার বাস সামনের একটি লোকাল বাসকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ওই বাসের কয়েকজন যাত্রী আহত হন। এদের মধ্যে ২ জনকে গুরুতর জখম অবস্থায় কলকাতায় এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বাকিদের হাওড়া জেলা হাসপাতালে আনা হয়। অপর একটি দুর্ঘটনা ঘটে হাওড়ার সাঁত্রাগাছি পাম্পের কাছে। এখানে বাসের চাকায় পিষ্ট হয়ে পেশায় টোটো চালক এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। এর পাশাপাশি এদিনই হুগলির ডানকুনি থেকে ধূলাগড় যাবার পথে জাতীয় সড়কে রাস্তার মাঝে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় একটি ৪০৭ গাড়ি।
হাওড়ার চামরাইলের কাছে রামকৃষ্ণপল্লী এলাকায় জাতীয় সড়কে ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ডানকুনির দিক থেকে ধূলাগড়ের দিকে গাড়িটি যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুটি লেনের মাঝে এসে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এই ঘটনায় গাড়ির চার আরোহীর মধ্যে ২ জন গুরুতর জখম হন। এদেরকে কোনা হাসপাতালে পাঠানো হয়। মনে করা হচ্ছে, রাস্তা পিছল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার দুটি লেনের মাঝে ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পর ওই লেনে যানজট হয়। ট্রাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।