আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ১২ ঘন্টা বাংলা বনধ, পথ অবরোধ, বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে ১২ ঘন্টা বাংলা বনধ। সোমবার আসানসোলের বি এন আর মোড়ে মিছিল করে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় কুড়ি মিনিট বি এন আর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধ করার পর পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের কে সরিয়ে দেয় এবং যান চলাচলে স্বাভাবিক হয়।
মূলত তাদের দাবি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আদিবাসী সাঁওতাল মহিলাদেরকে প্রকাশ্য রাস্তায় এক কিলোমিটার পথদন্ডী কাটানো হয়। যাহা মহিলা অধিকার ও আদিবাসী অবমাননার চরম নির্দেশন আর মানবাধিকারে আক্রমণ করা হয়েছে। এছাড়াও ৫ দফা দাবি নিয়ে ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে। আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে।