হাওড়ার বেলুড়ে গঙ্গাবক্ষে ২২শে শ্রাবণ, রবিঠাকুরের গান গাইলেন অরূপ।
হাওড়াঃ- আজ ২২শে শ্রাবণ। কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। এই উপলক্ষে মঙ্গলবার সকালে গঙ্গাবক্ষে বাইশে শ্রাবণ পালিত হল হাওড়ার বেলুড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকীতে বেলুড় কুঠিঘাট থেকে কলকাতার নিমতলা মহাশ্মশান পর্যন্ত এদিন গঙ্গাবক্ষে ২২শে শ্রাবণ পালন করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি মাল্যর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, বালির বিধায়ক ডা: রাণা চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক প্রমুখ।
রবীন্দ্র সংগীতের মাধ্যমে গঙ্গাবক্ষে অভিনব এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে এসে রবীন্দ্র সংগীত গান মন্ত্রী অরূপ রায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অনুষ্ঠানটি প্রতি বছরই পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিক।