মঙ্গলাহাট আপডেট: গ্রেফতার শান্তিরঞ্জন, কোন কোন ধারায় মামলা!

হাওড়াঃ- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রেখেছেন। এমনই দাবি পোড়া হাটের ব্যবসায়ীদের। একদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পোড়া মার্কেটে বসার দ্রুত ব্যবস্থা করে দিয়েছেন এবং এর পাশাপাশি ব্যবসায়ীদের দাবি মতো মূল অভিযুক্ত শান্তিরঞ্জন দে’কে গতকাল গ্রেপ্তার করেছে সিআইডি। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন ধন্যবাদ জানান পোড়া হাটের ব্যবসায়ীরা। অন্যদিকে, শান্তিরঞ্জন দে’র বিরুদ্ধে আইপিসি’র বিভিন্ন ধারায় এবং ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃত শান্তিরঞ্জন দে’কে হাওড়া জেলা আদালতে তোলা হয়। সে সময় ব্যবসায়ীরা তাঁর শাস্তির দাবিতে স্লোগান দেন। প্রসঙ্গত, হাওড়ার মঙ্গলাহাটের অগ্নিকাণ্ডের ঘটনার ১৭ দিন পর গ্রেপ্তার হলেন নিজেকে হাট মালিক বলে দাবি করা শান্তিরঞ্জন দে। তাঁকে সোমবার রাতে গ্রেফতার করে সিআইডি। মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তাঁকে পেশ করা হয়। শান্তিররঞ্জন দে’র গ্রেপ্তারের ঘটনায় খুশি ব্যবসায়ীরা।

এদিন তাঁরা হাওড়া আদালতের সামনে জড়ো হন এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হন ও স্লোগান দিতে থাকেন।

*মঙ্গলাহাট অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত শান্তিরঞ্জন দে’বিরুদ্ধে মামলা যে যে ধারায়:

436 IPC: অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার এক্সপ্লোসিভ ব্যবহার।

327 IPC: ইচ্ছাকৃতভাবে ক্ষতি করা।

120B: ষড়যন্ত্র।

11J/11L/12 পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 আইন।

শেষ খবর পাওয়া পর্যন্ত; একদিনের সিআইডি হেফাজতে নেওয়া হলো পোড়া হাটের অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃত শান্তিরঞ্জন দে’কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *