ডোমজুড়ে পথ দুর্ঘটনায় মৃত ৩।
হাওড়াঃ- ডোমজুড়ের হাওড়া আমতা রোডের উপর ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ গেল তিন ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, ঘাতক লরির পর পর ধাক্কায় মারা যান তিনজন। এদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, হাওড়া থেকে আমতার দিকে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিযে যাওয়ার চেষ্টা করে ঘাতক লরি। পালানোর সময় আরও দুই পথচারীকে ধাক্কা মারে লরিটি। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ গাড়ি সহ চালককে আটক করেছে বলে জানা গেছে।