ফের দুর্ঘটনা হাওড়ায়। এবার দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনার জেরে যানজট।
হাওড়াঃ- দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটলো পথ দুর্ঘটনা। জানা গেছে, কলকাতার দিক থেকে হাওড়ায় আসার সময় একের অধিক লরি পরপর ধাক্কা মারে। এর জেরে টোল প্লাজার বেশ কয়েকটি টোল পয়েন্ট বন্ধ রাখা হয়েছে। যানজটেরও সৃষ্টি হয়েছে। জানা যায় শুক্রবার কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির চাকা ফেটে বিপত্তি ঘটে। এবং সেই লরিটি টোল প্লাজার মুখে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়তেই পিছন থেকে আসা একটি লরি এবং একটি কন্টেইনার পরপর একে অপরকে ধাক্কা মারে। এর জেরে ৫ জন জখম হন। তাদের কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।